কিশোরগঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি এলাকায় মিথ্যা চুরির অভিযোগ ও তা ঘিরে টাকা আদায়ের ঘটনাসহ বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার বিকেলে কিশোরগঞ্জ বিএমইউজে কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা জানান, সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া অটোরিকশা চুরির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটি চক্র প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত গ্রাম সালিশে প্রকৃত চোর শনাক্ত হয় এবং নির্দোষ হিসেবে প্রমাণিত হন স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন।
সালিশে উপস্থিত কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, “জনসম্মুখে প্রমাণিত হয়েছে—জালাল নির্দোষ, আর চুরির ঘটনায় জড়িত শাহীন, শাহআলম, দেলোয়ার ও দিগন্ত।”
সাবেক মেম্বার ভুট্টা মিয়া বলেন, “চোর সিন্ডিকেট এক হয়ে জালালের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন ও অপপ্রচার চালাচ্ছে, যাতে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া ৭০ হাজার টাকা ফেরত না দিতে হয়।”
ভুক্তভোগী জালাল উদ্দিন জানান, তিনি ইতোমধ্যে শাহীন, শাহআলম, দেলোয়ার ও দিগন্তের নামে কিশোরগঞ্জ আদালতে দুটি মামলা দায়ের করেছেন (মামলা নং–৪০৬/২০২৫ ও ৯/১১২০২৫)। এসব মামলার তদন্ত চলমান থাকলেও চোর সিন্ডিকেট মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে।