সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একটি বাসভবন ভাড়ায় নিয়ে সেখানে স্কুল পরিচালনা করছেন স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষাপ্রতিষ্ঠান উদ্যোক্তা বাসেত মিয়া। সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসেত মিয়া বলেন, “আমার স্কুলটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করি। তখন জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়া আমার পার্টনার ছিলেন। তিনি মারা যাওয়ার পর তাঁর ছেলে নইম মোল্লা এখন আমার পার্টনার। জিল্লুর রহমানের ওয়ারিশদের সঙ্গে নইমের আলাপেই বাড়িটি ভাড়ার ব্যবস্থা হয়।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বাড়িটি দুর্বৃত্তরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। পরে আমি নিজ খরচে সংস্কার করেছি, যা ভাড়া থেকে কর্তন করে নেওয়ার বিষয়ে কথা হয়েছে। আমি শুধু নিচতলা ভাড়া নিয়েছি, দোতলা নিইনি।”
পার্টনার নইম মোল্লা জানান, তিনি বর্তমানে ভৈরবের বাইরে আছেন এবং ফিরে এসে বিস্তারিত জানাবেন।
এ বিষয়ে জিল্লুর রহমানের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, “বিষয়টি এখন শুনলাম। কেউ যদি লিখিত অভিযোগ দেয়, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”