যোগীরখালী মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
শুক্রবার (৫ই ডিসেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নের যোগীরখালী গ্রামে মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এই ম্যাচে প্রতিদ্বন্দিতা করে শহরতলীর দল বগাদিয়া ফুটবল একাদশ ও হোসেনপুরের শাহেদল পূর্বপাড়া ফুটবল একাদশ।
উক্ত খেলায় বিন্নাটী খোরশেদ উদ্দিন ভুঁইয়া ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক জনাব হাদিউল ইসলাম হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহীন আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি আবু হুরায়রা, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মুহিব্বুর রহমান সোহাগ, কৃষক দল নেতা রবীউল্লাহ, যুবদল নেতা আনিসুর রহমানসহ আরও অনেকে।
খেলায় বগাদিয়া ফুটবল একাদশ ট্রাইবেকারে শাহেদল পূর্বপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে। বগাদিয়ার আরিফ ট্রাইবেকারে একমাত্র গোলটি করে ম্যাচসেরা হয়। এর আগে ৫০ মিনিটের নির্ধারিত সময়ে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের মুগ্ধ করে।
খেলাটি পরিচালনা করেন জনাব রাকিব হাসান এবং ধারাভাষ্যে ছিলেন কিশোরগঞ্জ পলিটেকনিক শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম-আহ্বায়ক শামসুল আলম জুয়েল।










