প্রতারণায় অর্ধশত কোটি টাকার মালিক কবিরাজ আজমীর আলম
কিশোরগঞ্জের ইসলামপাড়া গ্রামের একসময়কার হতদরিদ্র রিকশাচালক খসরু আলমের ছেলে আজমীর আলম (৩৫) কয়েক বছরের ব্যবধানে গড়ে তুলেছেন একটি সুসংগঠিত প্রতারক চক্র। মাত্র ৫–৬ বছরের মধ্যে প্রতারণার মাধ্যমে তিনি গড়ে ফেলেছেন কোটি টাকার সাম্রাজ্য। তদন্তে জানা গেছে, তার স্ত্রী তানিয়া আক্তারের নামে থাকা একটি ব্যাংক হিসাবেই জমা রয়েছে কমপক্ষে ১ কোটি ৩০ লাখ টাকা।
পুলিশ জানায়, আজমীর আলম নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করেন এবং পরে সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণা চালান। তিনি চক্রের সদস্যদের প্রশিক্ষণ দেন, তাদের দায়িত্ব বণ্টন করেন এবং পুরো নেটওয়ার্ক পরিচালনা করেন। মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও চক্রের সদস্যরা সক্রিয়। তরুণদের অর্থলোভ দেখিয়ে দলে ভেড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্র কখনো মোবাইলের মিনিট বা ইন্টারনেট প্যাক অফার, কখনো কবিরাজি চিকিৎসা, আবার কখনো লটারির ড্র জেতার লোভ দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি ও পেজ খুলে তারা বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলতো। বিকাশ ও নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলেই তারা প্রতারণা সম্পন্ন করতো।
বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়ার পর চক্রটির ওপর গোয়েন্দা নজরদারি শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)। দীর্ঘ মনিটরিং শেষে চক্রটির মূল হোতা আজমীর আলমসহ সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।










