হোসেনপুরে ইউএনও’র প্রত্যাহারের দাবিতে আমজনতার বিক্ষোভ মিছিল
শহীদ জিয়ার নামে স্লোগান দেওয়ার কারণে ইউএনও’র নিষেধাজ্ঞার জেরে কিশোরগঞ্জের হোসেনপুরে ফ্যাসিস্ট উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেনপুর নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী মোঃ জনি মিয়া, রিপন রাজ (জুলাই যোদ্ধা), এবিএম আবদুল্লাহ (ছাত্র প্রতিনিধি), মধু চিসতি (পেশাজীবি) ও মোঃ আকাশ (জুলাই যোদ্ধা)। এ সময় বক্তারা অবিলম্বে ওই ফ্যাসিস্ট ইউএনও’র দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপজেলা পরিষদ মাঠে বিএনপির শতশত নেতাকর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা রাগান্বিত কণ্ঠে বিএনপির নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেন, যা কোনওভাবেই কাম্য নয়। ইউএনও’র এমন আচরণে হতবাক হয়ে উপস্থিত নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে ওই ইউএনও’র অপসারণ ও শাস্তির দাবি করেন।
পরিস্থিতি উত্তেজক হওয়ার পর স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ঘটনায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।







