পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফরিদ উদ্দীন (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া পৌর সদরের পাটমহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকারী দলটি ছিল পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার ফরিদ উদ্দীন পাকুন্দিয়া পৌর সদরের টান লক্ষীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পরে বুধবার দুপুরে তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাতে পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদি এলাকায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান।
এ ঘটনায় ২ ডিসেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খুরশীদ আলম বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ফরিদ উদ্দীন ৩৩ নম্বর এজাহারনামীয় আসামি।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদ উদ্দীন এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া বৈষম্যবিরোধী একটি মামলায় উপজেলার বাহাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী মঞ্জুরুল হক মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বাহাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।







