ওসমান হাদী হত্যার প্রতিবাদে কুলিয়ারচরে জুলাই বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল
জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী বীর শরীফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুলাই বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতে উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সে গিয়ে পুনরায় কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন: জুলাই যোদ্ধা ফয়সাল আহমেদ রাজিব, ছাত্র প্রতিনিধি ফাহিম আহমেদ, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিউর রহমান মুহসিন, কিশোরগঞ্জ জেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন তপু, কিশোরগঞ্জ জেলা যুবশক্তির সংগঠক প্রিন্স আসিফ ইকবাল, উপজেলা যুব অধিকারের সভাপতি এম আর হৃদয় ও খেলাফত মজলিসের নেতা ইকবাল হোসেন হাবিবী।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বীর শরীফ ওসমান হাদী ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন সাহসী ও আপসহীন বিপ্লবী। তাঁকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের কণ্ঠরোধের চেষ্টা চালানো হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে জনগণকে নিয়ে ছাত্র জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব মোঃ মাহমুদুল হক, কুলিয়ারচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ নাঈম, ওবায়দুর রহমান স্বাধীন, জুনায়েদ আহমেদ শাবিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই বিপ্লবী ছাত্র জনতা।
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে শরীফ ওসমান হাদীসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের রোগমুক্তি এবং দেশের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।







