ওসমান হাদীর হত্যার প্রতিবাদে ও বিচার দাবীতে হোসেনপুরে বিক্ষোভ মিছিল
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী বীর, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে ও বিচার দাবীতে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা জুলাই বিপ্লবী ছাত্র জনতা ও ইসলামীক সর্বদলীয় সংগঠনের নেতাকর্মীরা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি হোসেনপুর ঈদগা মাঠ থেকে কালিমা শাহাদাহ চত্বর পর্যন্ত শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওঃ কারিমুল্লাহ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখা; ইঞ্জিনিয়ার ইয়াসিন আরাফাত, সভাপতি, আত-তাওয়াক্কুল ফাউন্ডেশন; মাওঃ নৌসাদ আহমদ, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর পৌরসভা; সাকিবুর রহমান তানভীর, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখা; মাওঃ রিয়াজুল ইসলাম, খেলাফত মজলিশ হোসেনপুর উপজেলা শাখা। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স-কালভার্ট এলাকায় মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।







