ভৈরবে ৫৪ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার, পিকআপ জব্দ
কিশোরগঞ্জের ভৈরবে ৫৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে র্যাব। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ঠ-১৪-১৩৮৬) জব্দ করা হয়। তবে ঘটনার সময় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের নাটাল মোড় এলাকায় ভৈরবপুর উত্তরপাড়ার রেনেটা কোম্পানির কার্যালয়ের সামনে পরিত্যক্ত অবস্থায় থাকা পিকআপ গাড়িটি থেকে এসব মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৪০০ টাকা।
মঙ্গলবার রাত ১০টার দিকে ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার এক প্রেস ব্রিফিংয়ে জানান, রাত ৮টার দিকে নাটাল মোড় এলাকায় ঢাকাগামী একটি ডাবল কেবিন পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি না থামিয়ে দ্রুত ভৈরবপুর উত্তরপাড়া এলাকার একটি সড়কে ঢুকে পড়ে। একপর্যায়ে গাড়িটি রাস্তায় ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে টহলরত র্যাব সদস্যরা গাড়িটি তল্লাশি করে ভারতীয় ১ হাজার ৬৪৮ বোতল মদ উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, এসব মদ হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
উদ্ধারকৃত মদ ও জব্দকৃত গাড়ি ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব ক্যাম্পের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মদ ও পিকআপ গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে।







