হোসেনপুরে প্রফেসর আজহারুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা
কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ও সেকেন্ড লেফটেন্যান্ট (অব.) মো. আজহারুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আবেগঘন পরিবেশে অনুষ্ঠানে অধ্যক্ষ মো. আজহারুল ইসলামের দীর্ঘ কর্মজীবন ও শিক্ষা ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সমাজকর্ম বিষয়ের প্রভাষক ইসরাত জাহান স্মৃতির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক লুৎফুরনাহার। আরও বক্তব্য দেন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মিজানুর রহমান এবং প্রভাষক আবুল হাশিম, খাইরুল ইসলাম, শফিকুল ইসলাম, ফররুখ আহমেদ, আব্দুল ওয়াদুদ ও দ্বীন ইসলাম। এছাড়া সহকারী শিক্ষক আবুল কালাম ও খাইরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যক্ষ মো. আজহারুল ইসলামের হাতে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার তুলে দেওয়া হয়। বিদায়ী বক্তব্যে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।







