নিকলী ও কটিয়াদীতে অভিযানে তিন ইটভাটার কার্যক্রম বন্ধ
কিশোরগঞ্জের নিকলী ও কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কুর্শা এবং কটিয়াদী উপজেলার করগাও এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, র্যাব-১৪, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে নিকলী উপজেলার কুর্শা এলাকায় অবস্থিত মেসার্স কামাল ব্রিকস ও মেসার্স আলতাফ ব্রিকস এবং কটিয়াদী উপজেলার করগাও এলাকায় অবস্থিত মেসার্স শাপলা ব্রিকস নামীয় ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের সত্যতা পাওয়া যায়।
আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধ ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।







