কিশোরগঞ্জে ইফার উদ্যোগে পাঠদান ঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম পর্যায় প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পাঠদান ঘরের শুভ উদ্বোধন এবং কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়ায় নায়েব সাহেবের বাড়ির সামনে অবস্থিত মহিনন্দ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো. আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন ইফার ফিল্ড অফিসার, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাওলানা কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ইফার মাস্টার ট্রেইনার মাওলানা ওমর ফারুক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইফার সাধারণ কেয়ারটেকার মাওলানা মাহতাব উদ্দিন। এছাড়া ইফার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন প্রকল্পের শিক্ষক মাওলানা আমিনুল হক ও ফারজানা আক্তার পলির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিনন্দ ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত মিনু এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে পাঠদান ঘরের উদ্বোধন করেন এবং উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীর মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।










