কটিয়াদীতে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশের আয়োজনে পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কটিয়াদী মডেল থানার প্রাঙ্গনে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা সহকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা নির্বাচন কমিশনার উসমান গনি, উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাহমুদুল হাসান, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, কটিয়াদী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মো. জিল্লুর রহমান,উপজেলা ছাত্রদলের সভাপতি তাফসিরুল হাসিব প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত সর্বসাধারণের সঙ্গে থানা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন। মুক্ত আলোচনায় উপস্থিত লোকজন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তাদের জিজ্ঞাসা উপস্থাপন করলে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস। আর তাই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর এবং গণতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী জনগণকে সাথে নিয়েই নির্বাচনের গতি বেগবান করতে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও থানা পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।










