অষ্টগ্রামে ওপেন হাউজ ডে: সমস্যা শুনলেন পুলিশ সুপার, দিলেন সমাধানের আশ্বাস
জেলা পুলিশ, কিশোরগঞ্জের উদ্যোগে অষ্টগ্রাম থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ২টায় অষ্টগ্রাম থানা প্রাঙ্গণে থানাধীন সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক।
অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত জনগণের সঙ্গে থানাধীন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন। মুক্ত আলোচনায় উপস্থিতরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে পুলিশ সুপার বলেন,
“জনসাধারণই পুলিশের শক্তির প্রধান উৎস। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী জনগণকে সঙ্গে নিয়েই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।”
এ সময় তিনি এলাকায় জনগণ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি, দুষ্কৃতকারীদের উৎপাত, কিংবা অযথা পুলিশি হয়রানির কোনো অভিযোগ আছে কি না— সে বিষয়ে খোঁজখবর নেন। উপস্থিত জনসাধারণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. সোহেব খাঁন।










