কটিয়াদীতে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখা ও ভাষা শহীদ এবং চব্বিশে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের পাশে উন্মুক্ত স্থানে এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মো. মাঈদুল ইসলাম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে ২০ লাখ ৬৯ হাজার ৩৬৩ টাকা বরাদ্দে স্মৃতিসৌধটি নির্মাণ করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জাল হোসেন খান দিলীপ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. ইসরাঈল মিয়া, জালালপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন,
“আমি কটিয়াদীতে যোগদানের পর লক্ষ্য করি, এখানে কোনো কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ নেই। জাতীয় দিবসগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এমন একটি স্থাপনার প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো।”
তিনি আরও বলেন,
“এই স্মৃতিসৌধ হবে আমাদের মুক্তিযুদ্ধ ও জাতির গৌরবের প্রতীক। এটি কটিয়াদী বাসীর বহুদিনের আশা বাস্তবায়নের এক ঐতিহাসিক পদক্ষেপ।”