রাজশাহীর তানোরে ৫০ ফুট গর্তে পড়ে শিশুর সন্ধান মিলেনি ২২ ঘণ্টায়
রাজশাহীর তানোরে প্রায় ৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের এক শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শিশুটি গর্তে পড়ে যায়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত টানা ২২ ঘণ্টা উদ্ধার কাজ চললেও তাকে শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস।
তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানান, তারা ইতোমধ্যে ৪৫ ফুট পর্যন্ত গর্ত খনন করেছেন। তবে শিশুটিকে এখনো পাওয়া যায়নি। আরও ৩৮ ফুট নিচে কিছু অনুভূত হয়েছে, কিন্তু সেটি শিশু সাজিদ কি না নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এক্সকাভেটর চালকেরা জানান, মাটির যে গভীরতায় কিছু অনুভূত হচ্ছে, সেখানে পৌঁছাতে আজ বিকেল পর্যন্ত সময় লাগবে।
এর আগে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু ও অন্ধকার গর্তে পড়ে যায় শিশুটি। ছোট্ট সাজিদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।










