লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে গেছেন। তিনি বলেন, ইনশাআল্লাহ, আগামী বৃহস্পতিবার তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরবেন। নির্ধারিত সময়েই ফ্লাইটটি ঢাকা ছাড়ে এবং সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। শুক্রবার একটি ছোট প্রসিডিউর সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে আইসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. জাহিদ আরও জানান, তারেক রহমান ও তার পরিবার এবং দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।










