আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করল পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাতের পর আফগানিস্তানের অন্তত ১৯টি সীমান্ত পোস্ট পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
শনিবার (১১ অক্টোবর) রাতভর সংঘাতের পর এসব পোস্ট দখল করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ সেনাবাহিনীর সূত্রের বরাতে জানিয়েছে, আফগান সীমান্তবর্তী ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার, চাগাইসহ অন্তত ১৯টি পোস্ট থেকে আফগান সেনারা পিছু হটেছে। সংঘাতের সময় কয়েক ডজন আফগান সেনা নিহত ও আহত হন। নিহতদের ফেলে রেখেই অনেক কর্মকর্তা ও সদস্য পালিয়ে যান বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর শীর্ষ নেতা নূর ওয়ালি মেসুদ ওই হামলায় নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তার ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজনও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের দাবি, টিটিপি নেতারা আফগানিস্তানের ভেতরে আশ্রয় নিয়ে পাকিস্তানবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এই প্রেক্ষিতেই টিটিপির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার হামলার নিন্দা জানিয়ে বলেছে, পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তালেবান সরকারের পক্ষ থেকে এই হামলায় নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করা হয়নি।
এদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় শনিবার রাতে আফগান বাহিনীও পাকিস্তানের সীমান্তবর্তী আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দির, চিত্রাল, বারামচাসহ কয়েকটি এলাকায় গোলাবর্ষণ চালায়। তবে পাকিস্তান সেনাবাহিনী আগেই প্রস্তুত ছিল বলে জানায় সামরিক সূত্র।
সংঘাতে উভয়পক্ষই ভারী অস্ত্র, ড্রোন, ট্যাংক এবং আর্টিলারি ব্যবহার করেছে বলে জানিয়েছে সূত্রটি।
এ অবস্থায় সীমান্তের দুই পাশে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।