গেটের সামনে রাস্তা কেটে দেয়াল তোলার চেষ্টা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার
কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নের বেইলী ব্রিজ বিশ্বরোড সংলগ্ন এলাকায় প্রবাসীর স্ত্রী রুমা আক্তার (৩৩) ও তাঁর তিন সন্তানের ওপর দীর্ঘদিনের অত্যাচারের অভিযোগ নতুন করে আরও বেড়েছে।
গত ১৮ নভেম্বর “প্রবাসী স্ত্রীর ওপর অস্ত্রসহ হামলা ও শ্লীলতাহানির অভিযোগ” শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি আরও অবনতি ঘটে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে অভিযুক্ত আলম (৪০), শাহ আলম (৩৫) ও তাঁদের ভাইয়েরা ভুক্তভোগীর বাড়ির মূল ফটকের সামনে—যা ১৪ ও ১৫ নভেম্বর কেটে ফেলা হয়েছিল—সেখানে দেয়াল তোলার প্রস্তুতি নেয়।
সংবাদ পেয়ে রুমা আক্তার কিশোরগঞ্জ মডেল থানায় যোগাযোগ করেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তৎক্ষণাৎ উপপরিদর্শক (এসআই) সাদেককে ঘটনাস্থলে পাঠান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়—অভিযুক্ত আলম, শাহ আলম, তাঁদের পরিবারের সদস্যরা এবং স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহির মেম্বার ইতোমধ্যে সেখানে উপস্থিত। পুলিশ উপস্থিত থাকা অবস্থায়ও তারা ভুক্তভোগীকে গালাগাল করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উভয় পক্ষকে শান্ত থাকতে নির্দেশ দেওয়া হয়।
পুলিশের উপস্থিতিতেই মীমাংসা হয় যে, থানায় অথবা গণ্যমান্য ব্যক্তিদের সালিশী বৈঠকের ফয়সালা ছাড়া কোনো পক্ষই নতুন করে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করবে না। তবে এরপরও রুমা আক্তার বর্তমানে তাদের হুমকির কারণে আতঙ্কে রয়েছেন। তিনি বলেন, “পুলিশের দ্রুত পদক্ষেপে ঘটনাটি শান্ত হলেও বিভিন্ন হুমকির কারণে আমি আতঙ্কিত। আশা করি দ্রুত এর সমাধান হবে।”
এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ঘটনার সত্যতা যাচাই ও ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে।













