দেশ ও জাতির স্বার্থে কারো সাথে আপোষ করবা না: মামুনুল হক
হোসেনপুর গণসমাবেশে মামুনুল হক
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আমীর আল্লামা মামুনুল হক বলেন, “দেশ ও জাতির স্বার্থে কারো সঙ্গে আপোষ করবো না। এবার বাংলাদেশের মানুষ ইসলামের বিজয় দেখবে। বাংলার মানুষ জাগ্রত হবে।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলার নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গণসমাবেশের আয়োজন করা হয়। হোসেনপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকীর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বাংলাদেশ খেলাফত মজলিসের শক্তিশালী ভূমিকা দেশকে সঠিক পথে এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনি, হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হক এবং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ।
বক্তারা বলেন, ন্যায়, নীতি, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় খেলাফত মজলিস সবসময় মাঠে থাকবে।
গণসমাবেশে হোসেনপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত জনগণ অংশ নেন।







