কিশোরগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন
আবুল সরকারের মুক্তিতে মানববন্ধন
দেশের বিভিন্ন দরবার শরিফ, মাজার ও মাজার সংশ্লিষ্ট মসজিদে হামলা, ভাঙচুর, লুটপাট এবং সুফি ও পাগল ফকির হত্যার প্রতিবাদে ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আয়োজক ছিলেন কিশোরগঞ্জের সব বাউল ও শিল্পী সমাজ।
বক্তারা মহারাজ বাউল আবুল সরকারের দ্রুত এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা অবিলম্বে মুক্তি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কিশোরগঞ্জ সভাপতি বাউল হারিছ, বাউল মান্নান, বাউল কিবরিয়া খোকন, মাসুদুর রহমান মিলন, জেলা যুবদলের সহ-সভাপতি রকিবুল হাসান ফয়সাল। এছাড়া তরফিয়া দরবার ও মাজার শরিফের সাজ্জাদনশীন সৈয়দ ইয়াছিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা, বাপা সভানেত্রী হামিদা বেগম ও মহিলা পরিষদ নেত্রী কামরুন্নাহারও সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদারীপুরের একটি অনুষ্ঠানের স্থান থেকে বাউল আবুল সরকারকে গ্রেফতার করে মানিকগঞ্জে নেওয়া হয়। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।













