সিলেটে কিশোর গ্যাং বিরোধে খুন
সিলেটে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের বিরোধের জের ধরে আবারও খুনের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক কিশোর। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের ইলাশকান্দি এলাকায় প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সে।
নিহত কিশোর শাহ মাহমুদ হাসান তপু (১৭)। তিনি সিলেটের বিমানবন্দর থানার ইলাশকান্দি উদয়ন এলাকার বাসিন্দা শাহ এনামুল হকের ছেলে। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
এর আগে ১০ নভেম্বর কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে সিলেটের বালুচরে ছুরিকাঘাতে আহত হন মো. ফাহিম (২৩)। চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর তার মৃত্যু হয়। তিনি স্থানীয় কিশোর গ্যাংয়ের একটি পক্ষের নেতৃত্ব দিতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বিমানবন্দর থানার ইলাশকান্দি এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে জাহিদ হাসান ও শাহ মাহমুদের মধ্যে মারামারি শুরু হলে জাহিদ ও তার সহযোগীরা তপুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনেরা তাকে গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করেন, যেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের পূর্ববিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার বিকেল চারটা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।













