বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২

জনগণ আমার প্রেরণা, জনগণই আমার শক্তি – কাজী রেহা কবির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জনগণ আমার প্রেরণা, জনগণই আমার শক্তি – কাজী রেহা কবির

কিশোরগঞ্জের হাওরে ঢোকার প্রতিটি প্রবেশদ্বারে কাজী রেহা কবির সিগমার হাতছানি। ‘মার্কা কিংবা দল নয়, যোগ্যতাই পরিচয়’—এ স্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী। হাওরে এই প্রথম ও একমাত্র নারী।

বিশিষ্ট সমাজসেবক, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা। তার নির্বাচনী এলাকায় সংযোগকালে তিনি বলেন, ‘জনগণ আমার প্রেরণা, জনগণই আমার শক্তি। আমি নেত্রী হতে আসিনি, শুধু কথার ফুলঝুরি নয়—কাজেই আমার পরিচয়।’

তিনি আরও বলেন, ‘আমি কাজে বিশ্বাসী। আমি জনপ্রতিনিধিত্ব চাই না—আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমার স্বপ্ন জনগণকে পাশে নিয়ে কাজ করা। ইটনা, মিঠামইন আর অষ্টগ্রাম—এটি সেকেন্ড লার্জেস্ট হাওর। এখানের মানুষ থাকবে উন্নত, শিক্ষিত এবং নিরাপদ। তাই আমি একটি নিরাপদ হাওর অঞ্চল বিনির্মাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।’

গত ৫ ডিসেম্বর শুক্রবার বিকালে অষ্টগ্রাম উপজেলার নিজ গ্রামের বাড়ি কাজীবাড়ি থেকে বের হয়ে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের পাড়া–পাড়ায় তিনি গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষ প্রাণের প্রার্থীকে কাছে পেয়ে এলাকার নারী–পুরুষ উল্লাসে ফেটে পড়ে।

তিনি হাওরের ভাতশালা ও জিরো পয়েন্টের নানা স্থানে এলাকার জনগণের সঙ্গে পথসভা ও গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

হাওর অঞ্চলের বেশ কয়েকজন বলেন, বিগত নির্বাচনে সংসদ প্রার্থী হিসেবে যারা এসেছিলেন তারা ভোট নেওয়ার পর চাঁদের দেখা পাওয়া যায়, কিন্তু তাদের আর কোনো দেখা মেলেনি। এজন্য তারা খুবই ভারাক্রান্ত। তাদের একটাই প্রত্যাশা—সাধারণ মানুষ যেন তাদের সংসদ সদস্যকে বিপদে–আপদে কাছে পায়।

কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) এই তিন উপজেলা নিয়ে গঠিত আসনটি। এ আসনটিতে মোট ইউনিয়ন ২৪টি এবং ভোটকেন্দ্র ১৫০টি। এখানে মোট ভোটার সংখ্যা নারী–পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার।

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন।

যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে দলের সর্বোচ্চ পদে নির্বাচিত করা হয়।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজই প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে একটি গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপিল শুনানি: ষষ্ঠ দিনের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপিল শুনানি: ষষ্ঠ দিনের কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ষষ্ঠ দিনের কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ৩৮১ থেকে ৪৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন।

এর আগে গতকাল বুধবার শুনানির পঞ্চম দিনে ১০০টি আপিলের শুনানি শেষে ৭৩টি মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি আপিল অপেক্ষমাণ রাখা হয়।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত পাঁচ দিনে (শনিবার থেকে বুধবার) মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৭৭টি আপিল মঞ্জুর করা হয়েছে। নামঞ্জুর বা বাতিল হয়েছে ৮১টি। আর বিভিন্ন কারণে অপেক্ষমাণ রয়েছে ২৩টি আপিল।

কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামীকাল ১৬ জানুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর এবং অপেক্ষমাণ আপিলের শুনানি হবে। এরপর ১৭ জানুয়ারি (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর এবং ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

হোসেনপুরে ওয়াজ মাহফিলে জনসমুদ্র: হেলিকপ্টারে আসলো বক্তা

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
হোসেনপুরে ওয়াজ মাহফিলে জনসমুদ্র: হেলিকপ্টারে আসলো বক্তা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গাবরগাঁও ঐতিহাসিক শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়েছে ৭ম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন ঘিরে সৃষ্টি হয় অভূতপূর্ব জনসমাগম। হোসেনপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় এক বিশাল ধর্মীয় মিলনমেলায়।

মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় ইসলামী বক্তাদের অংশগ্রহণ। বিশেষ করে নন্দিত ওয়ায়েজ মুফতি শাহ্ আহমাদুল্লাহকে হেলিকপ্টারে করে মাহফিল প্রাঙ্গণে আনা হয়, যা উপস্থিত মুসল্লিদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী সমাজের সহায়তায় এবং বিশেষ উদ্যোগে এই ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব আলরুইস কমিটির সভাপতি এবং হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আজহারুল ইসলাম। স্থানীয়রা জানান, তাঁর সার্বিক সহযোগিতা, অর্থায়ন ও তত্ত্বাবধানেই এত বড় পরিসরে শান্তিপূর্ণভাবে মাহফিল আয়োজন সম্ভব হয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া মাহফিলে দিনের বেলায় প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শাইখুল হাদিস আল্লামা মুফতি সায়্যিদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (পীর সাহেব, জৈনপুরী)। তিনি কোরআন-হাদিসের আলোকে ঈমান, তাকওয়া ও নৈতিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সকাল ১১টায় বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান রাখেন মুফতি শাহ্ আহমাদুল্লাহ (খতিব, রূপায়ন টাউন কেন্দ্রীয় জামে মসজিদ, নারায়ণগঞ্জ)। তাঁর হৃদয়স্পর্শী বক্তব্যে মুসল্লিদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং অনেকে আত্মশুদ্ধির আহ্বানে সাড়া দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেষকুড়া আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী মোঃ আঃ হালিম উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বয়ান রাখেন গাবরগাঁও শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আলী হুসাইন নূরী এবং বাজিতপুরের নাজিম ভূঁইয়া জামে মসজিদের খতিব মুফতি আবু বকর হোসেনপুরী।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মামিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি নোমান বিন আব্দুল হাই ও মাওলানা মোঃ মাজহারুল ইসলাম শফিকুল।

শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজক কমিটি মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং অংশগ্রহণকারী সকল মুসল্লি ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।