জনগণ আমার প্রেরণা, জনগণই আমার শক্তি – কাজী রেহা কবির
কিশোরগঞ্জের হাওরে ঢোকার প্রতিটি প্রবেশদ্বারে কাজী রেহা কবির সিগমার হাতছানি। ‘মার্কা কিংবা দল নয়, যোগ্যতাই পরিচয়’—এ স্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী। হাওরে এই প্রথম ও একমাত্র নারী।
বিশিষ্ট সমাজসেবক, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা। তার নির্বাচনী এলাকায় সংযোগকালে তিনি বলেন, ‘জনগণ আমার প্রেরণা, জনগণই আমার শক্তি। আমি নেত্রী হতে আসিনি, শুধু কথার ফুলঝুরি নয়—কাজেই আমার পরিচয়।’
তিনি আরও বলেন, ‘আমি কাজে বিশ্বাসী। আমি জনপ্রতিনিধিত্ব চাই না—আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমার স্বপ্ন জনগণকে পাশে নিয়ে কাজ করা। ইটনা, মিঠামইন আর অষ্টগ্রাম—এটি সেকেন্ড লার্জেস্ট হাওর। এখানের মানুষ থাকবে উন্নত, শিক্ষিত এবং নিরাপদ। তাই আমি একটি নিরাপদ হাওর অঞ্চল বিনির্মাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।’
গত ৫ ডিসেম্বর শুক্রবার বিকালে অষ্টগ্রাম উপজেলার নিজ গ্রামের বাড়ি কাজীবাড়ি থেকে বের হয়ে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের পাড়া–পাড়ায় তিনি গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষ প্রাণের প্রার্থীকে কাছে পেয়ে এলাকার নারী–পুরুষ উল্লাসে ফেটে পড়ে।
তিনি হাওরের ভাতশালা ও জিরো পয়েন্টের নানা স্থানে এলাকার জনগণের সঙ্গে পথসভা ও গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
হাওর অঞ্চলের বেশ কয়েকজন বলেন, বিগত নির্বাচনে সংসদ প্রার্থী হিসেবে যারা এসেছিলেন তারা ভোট নেওয়ার পর চাঁদের দেখা পাওয়া যায়, কিন্তু তাদের আর কোনো দেখা মেলেনি। এজন্য তারা খুবই ভারাক্রান্ত। তাদের একটাই প্রত্যাশা—সাধারণ মানুষ যেন তাদের সংসদ সদস্যকে বিপদে–আপদে কাছে পায়।
কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) এই তিন উপজেলা নিয়ে গঠিত আসনটি। এ আসনটিতে মোট ইউনিয়ন ২৪টি এবং ভোটকেন্দ্র ১৫০টি। এখানে মোট ভোটার সংখ্যা নারী–পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার।










