কিশোরগঞ্জে জামায়াতের ঘোষণা: যাকাতভিত্তিক, সুদমুক্ত অর্থনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা হয়। মাগরিবের নামাজের পর জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল নিয়ে একে একে সমাবেশস্থলে যোগ দেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য সুদভিত্তিক নয়, যাকাতভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। অনেকেই গুজব ছড়ায় ইসলামি দল ক্ষমতায় এলে নারীর অধিকার কমে যাবে—এটি পুরোপুরি ভিত্তিহীন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ইসলামি দল ক্ষমতায় এলে নারীরা সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা পাবে এবং তাদের জন্য নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, দুর্নীতির শিকড় এই দেশে অনেক গভীরে পৌঁছে গেছে, কারণ অসৎ ও অযোগ্য নেতৃত্ব রাষ্ট্র পরিচালনা করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি চিরতরে উৎখাত করা হবে।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, আমাদের পরে স্বাধীন হলেও তারা উন্নত হয়েছে। সুশাসন প্রতিষ্ঠিত হলে বাংলাদেশও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট খালিদ হোসেন জোম্মন।
এছাড়া বক্তব্য দেন জামায়াত মনোনীত গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনিসুর রহমান, ইউনিয়ন জামায়াত নেতা ইলিয়াস উদ্দিন শামীম, আনোয়ার শাহ প্রমুখ।
পরে মোনাজাতের মাধ্যমে নির্বাচনী জনসভার কার্যক্রম শেষ হয়।










