ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে:
ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে একটি দল জনগণকে প্রতারণার ফাঁদে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যে দলের কোনো নীতি-আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই—তারা শুধু ধর্মের নামে স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তবে জনগণ এখন তাদের চিনে ফেলেছে, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায়, তাদের জানা উচিত জান্নাতে যাওয়ার বাস স্টেশনটা কোথায় অবস্থিত।” তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রণয়ন না করলে তা নিজেরাই ব্যর্থতার পরিকল্পনা করা ছাড়া কিছু নয়।
তিনি জানান, বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় না, বরং জনগণের কল্যাণে সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরতে চায়। সেজন্য সহজ ভাষায় বিএনপির পরিকল্পনাগুলো জনগণের সামনে উপস্থাপনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
বিএনপি নেতা বলেন, “বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি।” তিনি জানান, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, ১৯৯১ সালের সংসদীয় পদ্ধতি চালু, ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার—এসবই বিএনপির অবদান।
অনুষ্ঠানে বিএনপি নেতারা আরো বলেন, সামনে কঠিন সময় আসছে, তাই জনগণের সামনে সঠিক পরিকল্পনা তুলে ধরতে হবে এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে।










