বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাল কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট
আজ ৫৪তম মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর। এ উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে সংগঠনের সকল সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান বিজয় দিবস স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনেই অর্জিত হয় স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়। ঢাকার রেসকোর্স ময়দানে বর্বর পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে স্থান করে নেয় একটি স্বাধীন জাতিরাষ্ট্র এবং লাল-সবুজের পতাকা।
মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণের স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় সংগঠনের সকল সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বরের সঙ্গে মিশে আছে রক্তে লেখা এক সাহসী জাতির অবিস্মরণীয় ইতিহাস। বিজয় দিবসের এক পিঠে যেমন সীমাহীন আনন্দ, তেমনি অপর পিঠে রয়েছে একাত্তরের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে স্বজন হারানোর বেদনা। বাঙালি জাতির কাছে ১৬ ডিসেম্বর চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে।













