৫৪তম মহান বিজয় দিবসে কিশোরগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার দিকে স্টেশন রোডস্থ বিএনপির কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়।
র্যালির নেতৃত্ব দেন কিশোরগঞ্জের সাবেক সাংসদ ও প্রবীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদ হিলালী এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজের সম্মুখে অবস্থিত স্মৃতিসৌধে এসে শেষ হয়। সেখানে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
র্যালিতে তৃণমূল বিএনপি, এর অঙ্গসংগঠন এবং বিভিন্ন পেশা-পেশার সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারীরা একাত্মভাবে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর বিশেষ বক্তৃতায় নেতারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব। এই বিজয় শুধুই আমাদের অতীত নয়, এটি আগামী প্রজন্মের দেশপ্রেম ও দায়িত্ববোধের চিরন্তন প্রেরণা।”
র্যালি ও সমাবেশের মাধ্যমে অংশগ্রহণকারীরা মহান বিজয় দিবসের তাৎপর্য উপলব্ধি করেন এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও সাহসিকতার বার্তা ছড়িয়ে দেন।













