বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কিশোরগঞ্জে মশাল মিছিল
কিশোরগঞ্জে বিএনপির প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কিশোরগঞ্জ-০১ (কিশোরগঞ্জ–হোসেনপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে শহরে এ মিছিল বের করা হয়।
মশাল মিছিলটি কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার সেতু-সংলগ্ন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যা শহরজুড়ে মুখরিত হয়ে ওঠে। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
মিছিলের নেতৃত্ব দেন কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ বিএনপি নেতা জনাব মাসুদ হিলালী, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। তারা দ্রুত এ মনোনয়ন প্রত্যাহার করে যোগ্য, জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের দাবি জানান। বক্তারা বলেন, তৃণমূলের মতামতের প্রতিফলন ঘটলে দল আরও শক্তিশালী হবে এবং নির্বাচনে ইতিবাচক ফলাফল আসবে।










