প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় সরকারের দায়: ওয়াহিদউদ্দিন
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিহত করতে সরকারের ব্যর্থতার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, “যা ঘটে গেছে, তার অনেক অজুহাত হয়তো দেওয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত এর পুরো দায়দায়িত্ব সরকারেরই।”
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, “যা হয়ে গেছে, তা আর শোধরানো যাবে না। তবে যারা এসব ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এর ফলাফল আপনারা দেখতে পাবেন।”
‘বাংলাদেশের ইতিহাসে এমন কালো রাত সংবাদপত্রের জন্য আগে আসেনি’—উল্লেখ করে তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এতে কিছু সংবাদকর্মীর প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়েছিল। এটি দেশের সংবাদমাধ্যমের জন্য একটি কালো রাত।
উচ্ছৃঙ্খলতা ও নৈরাজ্য সৃষ্টি করা গণতন্ত্রের ভাষা নয়—উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগোতে চায়। সে ক্ষেত্রে সবাইকে শৃঙ্খলার মধ্যে ফিরে আসতে হবে। যার যে মতবাদই থাকুক না কেন, সাংস্কৃতিক বৈচিত্র্যের চর্চা এবং সংবাদপত্রের মুক্ত বাক্স্বাধীনতা রক্ষা করাই গণতন্ত্রের মূল আদর্শ। এই আদর্শ থেকে বিচ্যুত হলে দেশের মানুষ যে গণতান্ত্রিক উত্তরণ চায়, তা সম্ভব হবে না।













