কিশোরগঞ্জ-১ আসনে বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামকে বিতর্কিত আখ্যা দিয়ে তার মনোনয়ন পুনর্বিবেচনা ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ৩টা থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী; সাবেক স্পেশাল জজ ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু; এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভিপি ত্যাগী নেতা খালেদ সাইফুল্লাহ সোহেল।
মানববন্ধনটি সাদুল্লারচর বাজার এলাকা থেকে চৌদ্দশত বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। অন্তত নয়টি পয়েন্টে বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নতুন জেলখানা মোড়ে মানববন্ধনের সমাপ্তি ঘটে। এ সময় বিভিন্ন পয়েন্ট থেকে সংক্ষিপ্ত মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হলে চৌরাস্তা চত্বরে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে জনগণের ভোগান্তি এড়াতে নেতারা দ্রুত কর্মসূচি সংক্ষিপ্ত করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, অবিলম্বে এই বিতর্কিত মনোনয়ন প্রত্যাহার করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। সমাপনী বক্তব্যে ভিপি সোহেল মনোনয়ন পরিবর্তনের বিষয়ে আন্দোলনরত নেতাকর্মী ও জনতার রায় জানতে চাইলে উপস্থিত সবাই উচ্চস্বরে সম্মতি জানান। একই সঙ্গে মনোনয়ন পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।




