ভৈরবে এলপি গ্যাসের সরবরাহ অপ্রতুল, ১৩০০ টাকার সিলিন্ডার ২ হাজারেও মিলছে না
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১৩০০ টাকার এলপি গ্যাস সিলিন্ডার বর্তমানে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় কিনতে হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
দুই সপ্তাহ আগে শহরে প্রতিটি সিলিন্ডার ১২৫০ থেকে ১৩৫০ টাকায় বিক্রি হতো। স্থানীয় ডিলাররা দাবি করেছেন, তারা বাড়তি দামে কোনো গ্যাস বিক্রি করছেন না। কিন্তু সাব-ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে গ্যাস মজুত করে অতিরিক্ত মূল্যে বিক্রি করার অভিযোগ পাওয়া যাচ্ছে।
স্থানীয় রেস্তোরাঁ ও বাসাবাড়ির মালিকরা রান্নার জন্য গ্যাস কিনতে ডিলারদের দোকান ঘুরলেও, দু’সপ্তাহ ধরে সরবরাহ নেই। একজন রেস্তোরাঁ মালিক জানান, তার রেস্টুরেন্টে সপ্তাহে দুটি, মাসে আটটি সিলিন্ডার গ্যাস প্রয়োজন। দুই সপ্তাহ আগে প্রতিটি সিলিন্ডার ১৩৫০ টাকায় কিনতেন, এখন ২০০০ থেকে ২২০০ টাকায় কিনতে হচ্ছে।
এক চায়ের দোকানদার জানিয়েছেন, জ্বালানির গ্যাসের দাম ৭০০ থেকে ৮০০ টাকা বেড়ে যাওয়ায় পণ্যের বিক্রি ব্যাহত হচ্ছে। একজন স্বল্প আয়ের বাসিন্দা বলেন, দুই সপ্তাহ ধরে রান্না-বার্না বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, গ্রামের মানুষও গ্যাস না পেয়ে হতাশ।
স্থানীয় এলপি গ্যাস কোম্পানির ডিলাররা জানান, তারা অগ্রিম টাকা জমা দিয়ে রেখেও দুই সপ্তাহ ধরে সরবরাহ পাচ্ছেন না। কে কোথায় বাড়তি মূল্যে বিক্রি করছে তা তাদের জানা নেই।













