বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহাম্মাদ আলী তোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক তারেক আজাদসহ বিভিন্ন সম্পাদকীয় ও বিভাগীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির শীর্ষ পদগুলোতে সভাপতি হিসেবে রয়েছেন নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক এবং সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি। সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিভাগে জিসান আহমেদ বিপু, চট্টগ্রামে রবিউল হাসান তানজিম, রাজশাহীতে মোর্শেদুল ইসলাম, খুলনায় জিহাদুল ইসলাম ইউসুফ, সিলেটে অলি আহমেদ, বরিশালে রাশেদুল ইসলাম, রংপুরে রাকিবুল ইসলাম শিশির, ময়মনসিংহে খান শাহরিয়ার ফয়সাল, কুমিল্লায় সাইয়েদ সাইফুল এবং ফরিদপুর বিভাগে মাহবুবুর রহমান দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখা এবং দেশব্যাপী কার্যক্রম জোরদার করার লক্ষ্যেই এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি পদগুলো পূর্ণাঙ্গ করা হবে বলেও জানানো হয়েছে।










