ইসিতে আপিলে বৈধতা পেলেন চুন্নু, কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থিতা বহাল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বাধা কাটল আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নুর। নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেয়। এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নথিপত্রে কিছু ত্রুটি পরিলক্ষিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে নির্ধারিত সময়ের মধ্যে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন।
আপিল শুনানিতে রেজাউল করিম খান চুন্নুর পক্ষে প্রয়োজনীয় নথিপত্র ও আইনগত যুক্তি উপস্থাপন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা বিষয়গুলো পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর এলাকায় তার সমর্থক ও নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। পুনরায় নির্বাচনী মাঠে ফেরার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করে আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু বলেন, তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ন্যায়বিচার পেয়েছেন। এখন পূর্ণ উদ্যমে জনগণের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চুন্নুর অংশগ্রহণ কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচনী সমীকরণকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।










