স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধে পাঁচ কলেজের শিক্ষার্থী
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে অনিশ্চিত করে তুলতে পারে—এ অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, স্কুলিং মডেল চালু হলে তাদের কলেজগুলোতে উচ্চমাধ্যমিক পর্যায় বিলুপ্ত হয়ে যাবে, যা দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের পরিচয় সংকট ও শিক্ষা কাঠামোতে অস্থিরতা তৈরি করবে। তাদের দাবি—স্কুলিং মডেল দ্রুত বাতিল করতে হবে এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো অক্ষুণ্ণ রাখতে হবে। অন্যদিকে, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সাত সরকারি কলেজের শিক্ষার্থীরাও আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম চূড়ান্ত না হওয়ায় প্রায় দেড় লাখ শিক্ষার্থী একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন বলে জানান আন্দোলনকারীরা। শিক্ষা মন্ত্রণালয়ের আগের ঘোষণা অনুযায়ী সাত কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত থাকলেও অধ্যাদেশ জারি না হওয়ায় আন্দোলন জোরদার হয়েছে।










