এ আর রহমান এবার বড় পর্দায় অভিনেতা হিসেবে
ভারতীয় সংগীতের এক অনন্য উজ্জ্বল অধ্যায়ের নাম এ আর রহমান। অস্কার ও গ্রামিজয়ী এই সংগীত জগতের তারকা এবার বড় পর্দায় আসছেন অভিনেতা হিসেবে।
নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি। বছরের প্রথম দিনে এই খবর প্রকাশিত হতেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
গত বছর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, এক ভিন্ন অবতারে দেখা যাবে এ আর রহমানকে। এবার সিনেমায় তার অভিনয়ের খবর নিশ্চিত হওয়ায় বিষয়টি আলোচিত হচ্ছে।
কমেডি ঘরানার ‘মুনওয়াক’ সিনেমার পরিচালনা করছেন মনোজ এনএস। পরিচালকের বরাতে জানা গেছে, রহমান প্রথমে ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছিলেন। গান রেকর্ডিং শেষে তাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। চরিত্রটির বিস্তারিত শুনে তিনি সঙ্গে সঙ্গেই রাজি হন।
সিনেমায় রহমানকে কিছুটা ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ঘরানার চরিত্রে দেখা যাবে। চরিত্রটি কাল্পনিক হলেও গল্পের গুরুত্বপূর্ণ মোড়ের সঙ্গে জড়িত। শুটিং সেটে তাকে প্রাণবন্ত ও সাবলীল অভিনয় করতে দেখা গেছে।
এছাড়া এই সিনেমায় এ আর রহমান ছাড়াও রয়েছেন ‘ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন’খ্যাত প্রভু দেবা। সবমিলিয়ে দর্শককে চমকে দেয়ার মতো কিছু দৃশ্য এই সিনেমায় উপস্থিত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।










