সুনামগঞ্জে ওয়াজ মাহফিলে দান করা দুই লাউ নিলামে বিক্রি ১৮ হাজার ২০ টাকায়
সুনামগঞ্জের দিরাই উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা দুটি লাউ নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। শনিবার (৮ জানুয়ারি) মাহফিলের শেষ দিনে লাউ দুটি নিলামে তোলা হয়।
এর আগে শুক্রবার বাদ আসর মাহফিল শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত বয়ান চলে। বয়ান চলাকালে চিরাচরিত নিয়ম অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসার তহবিলে বিভিন্ন সামগ্রী দান করেন।
এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন। শনিবার সকালে দানকৃত সব সামগ্রী নিলামে তোলা হয়। এর মধ্যে দুটি লাউয়ের নিলামে একাধিক ব্যক্তি অংশ নেন। দীর্ঘ দর-কষাকষির পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়।
মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন বলেন, মসজিদ ও মাদ্রাসার প্রতি এলাকার মানুষের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। দুটি লাউ ১৮ হাজার ২০ টাকায় নিলাম হওয়া মূলত একটি প্রতীকী ঘটনা। এটি মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা ও সহযোগিতার মানসিকতারই প্রতিফলন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য একে কুদরত পাশা বলেন, কওমি মাদ্রাসাগুলো মূলত মানুষের দানের ওপর পরিচালিত হয়। সে হিসেবে আজ দান করা দুটি লাউ নিলামে এত উচ্চমূল্যে বিক্রি হওয়া মাদ্রাসাপ্রেমীদের আন্তরিকতারই প্রমাণ। এ ধরনের সহমর্মিতা ও প্রতিযোগিতা অব্যাহত থাকুক।
এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আবেগ ও সম্পৃক্ততার অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।










