ঢাকার ৯০% পুরনো ভবন কোডবহির্ভূত: রিজওয়ানা হাসান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে ঢাকার জন্য “স্পষ্ট সতর্কবার্তা” হিসেবে আখ্যায়িত করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজধানীর পুরনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে, যা ভয়াবহ ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে ঢাকা ও পুরান ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “গত পাঁচ বছরে যত ভূমিকম্প হয়েছে, এত শক্তিশালীভাবে আগে কখনও অনুভব করিনি। বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে—এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে।”
বিল্ডিং কোড প্রসঙ্গে তিনি আরও জানান, নতুন ভবনগুলো নিয়ম মেনে নির্মিত হলেও রাজধানীর অধিকাংশ পুরনো ভবন কোনো অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে। রাজউকের পরিসংখ্যান অনুযায়ী, এসব পুরনো ভবনের ৯০ শতাংশেই কোড লঙ্ঘন রয়েছে। তাই এসব ভবনের প্রকৌশলগত মূল্যায়ন, ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় সংস্কারের তৎপরতা জরুরি।
পরিবেশ উপদেষ্টা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি জরুরি প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।










