নদীই আমাদের প্রাণ: টেকসই যোগাযোগ ব্যবস্থায় জোর প্রধান উপদেষ্টার
প্রকৃতি ও নদীর প্রতি শ্রদ্ধা রেখে সড়ক, রেল, নৌ ও বিমানপথের সমন্বিত উন্নয়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “নদীর ওপর কোনো আঘাত করা যাবে না, পানিকে শান্ত রাখতে হবে—মনে রাখতে হবে, নদীই আমাদের প্রাণ।”
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় “সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ” বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অগোছালো অবস্থায় রয়েছে, যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবেশকে অক্ষুণ্ণ রেখে দ্রুত সমন্বিত ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, রেল, নৌ ও বিমান উপদেষ্টা, বিডা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা যোগাযোগব্যবস্থার উন্নয়নে পরিবেশবান্ধব ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “যোগাযোগের প্রতিটি ধাপে নদীর স্বার্থ রক্ষা করতে হবে। নদী শুধু পরিবহন নয়, আমাদের অর্থনীতি ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ—নদী আমাদের প্রাণ।”








