তুরস্কে পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রশিল্পী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে জানানো হয়, তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরায়েল থেকে ফিরে আসা শহিদুল আলমকে ইস্তাম্বুলে স্বাগত জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
শহিদুল আলমকে মুক্ত করতে সহায়তা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাংলাদেশের পক্ষ থেকে এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙা ও মানবিক সহায়তা পৌঁছে দিতে গঠিত নৌবহরের সদস্য হিসেবে গাজামুখী অভিযানে অংশ নিয়েছিলেন। গত বুধবার আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সেনারা সেই নৌবহরে হামলা চালিয়ে সকল অধিকারকর্মীকে আটক করে নিয়ে যায়।
তুরস্কের কূটনৈতিক তৎপরতা ও মানবাধিকার সংগঠনগুলোর জোরালো দাবির প্রেক্ষিতে অবশেষে শহিদুল আলমের মুক্তি নিশ্চিত হয়।