জিম্মি মুক্তির আগে তেল আবিবে লাখো মানুষের সমাবেশে ট্রাম্পের প্রশংসা

হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির আগে ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত বিশাল সমাবেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করা হয়েছে। সমাবেশে লাখো মানুষ অংশ নেন, যা সাম্প্রতিক সময়ে তেল আবিবে অনুষ্ঠিত সবচেয়ে বড় জনসমাবেশগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
সমাবেশে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, “জিম্মিরা ঘরে ফিরে আসছে,”—এবং গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফেরানোর উদ্যোগকে সম্ভব করে তোলার জন্য ট্রাম্পের প্রশংসা করেন তিনি।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা আংশিকভাবে গাজা থেকে সরে যাওয়ার পর গত দুই দিনে প্রায় ৫ লাখ ফিলিস্তিনি উত্তর গাজার দিকে ফিরে গেছেন।
এদিকে, যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি শীর্ষ বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে মিশর। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, বৈঠকটি সোমবার শারম আল-শায়েখে অনুষ্ঠিত হবে, যেখানে ট্রাম্পসহ প্রায় কুড়িজন বিশ্বনেতা অংশ নেবেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ইতোমধ্যে বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। শনিবারের তেল আবিব সমাবেশে ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জ্যারেড কুশনারও বক্তব্য দেন।
[ঈসা]