আফগান তালেবান পাকিস্তান সীমান্তে ‘প্রতিশোধমূলক’ হামলার কথা নিশ্চিত করেছে

আফগান তালেবান সরকার পাকিস্তান সীমান্তের একাধিক পাহাড়ি এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়।
তালেবান জানায়, এই হামলা পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক অভিযান’ হিসেবে চালানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে, যা তালেবান সরকার তাদের দেশে পাকিস্তানের আগ্রাসন হিসেবে বিবেচনা করছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মন্তব্য করেছেন, আফগান হামলাগুলো বেসামরিক নাগরিকদের ওপর করা হয়েছে এবং ‘বিনা উস্কানিতে’ সংঘটিত হয়েছে। তিনি সতর্ক করেছেন, পাকিস্তানের বাহিনী “প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর” নীতি অনুসারে পাল্টা জবাব দেবে।
ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুলের মাটিতে পাকিস্তানকে লক্ষ্য করে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হচ্ছে। তবে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।
দৈনিক কিশোরগঞ্জ/ইসা