মিয়ানমারে পিডিএফ-এর হামলায় ৪০ সেনা নিহত
মিয়ানমারের রাজধানী নেপিদোর দক্ষিণে জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) নেতৃত্বাধীন প্রতিরোধ বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর হামলায় অন্তত ৪০ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাউ প্রতিরোধ বাহিনীর বরাতে এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে নেপিদোর দক্ষিণে বাগো অঞ্চলে সিত্তাং নদীর পূর্ব ও পশ্চিম তীরে জান্তার অবস্থান লক্ষ্য করে সমন্বিত আক্রমণ চালায় পিডিএফ। নির্বাচনের কয়েকদিন আগে এই একই এলাকায় বিদ্রোহী বাহিনীর হামলা শুরু হয়েছিল।
প্রথম আক্রমণটি সকাল ৭:৩০ টার দিকে একটি সেনা ক্যাম্পে ঘটে, যেখানে প্রায় ৪০ জন সরকারি সেনা অবস্থান করছিল। হামলায় দুই সেনা নিহত হন এবং কিছু গোলাবারুদ জব্দ করা হয়। একইদিন আরও দুটি স্থানে পিডিএফ-এর হামলায় আরও সেনা প্রাণ হারান এবং বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দিনভর দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এই ভয়াবহ পরিস্থিতির কারণে অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে যান।
মিয়ানমারে গত রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চি সরকারের ক্ষমতা দখল করে জান্তা সরকার। প্রায় চার বছর পর এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম ধাপের নির্বাচনে জয় দাবি করেছে জান্তাপন্থি রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। তবে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, ফাঁকা ভোটকেন্দ্রে বন্দুকের ভয়ে অনেক নাগরিক ভোট দিতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রের জন্য নয়, বরং সামরিক শাসনের নতুন চেহারা প্রদর্শনের জন্য এই নির্বাচনী নাটক হচ্ছে।










