কাবা শরিফে বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর মানবিকতা, পেলেন মক্কা সিটি কর্পোরেশনের সম্মাননা
পবিত্র কাবা শরিফে এক ওমরাহ যাত্রীকে নিজের জায়নামাজ দিয়ে নামাজ আদায়ের সুযোগ করে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী। তাঁর এই উদার ও মানবিক আচরণের স্বীকৃতিস্বরূপ মক্কা সিটি কর্পোরেশন তাঁকে সম্মাননা দিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক অচেনা ওমরাহ যাত্রীকে নামাজ আদায়ের জন্য নিজের জায়নামাজ এগিয়ে দিচ্ছেন ওই বাংলাদেশি কর্মী।
মক্কা সিটি কর্পোরেশন এক বিবৃতিতে জানায়, হাজিদের প্রতি আন্তরিক সেবা, বিনয় ও মহৎ আচরণের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই উদারতা পবিত্র নগরী মক্কা ও মসজিদুল হারামের মহান মূল্যবোধের এক শক্তিশালী প্রতিফলন।
বিবৃতিতে আরও বলা হয়, দয়া ও মহানুভবতার এই দৃষ্টান্তটি অত্যন্ত সহজ হলেও এর তাৎপর্য গভীর। এটি সেই নিঃস্বার্থ সেবা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ, যা এই পবিত্র স্থানটির অন্যতম বৈশিষ্ট্য।
পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্বশীলতা এবং আল্লাহর ঘরের মেহমানদের প্রতি তাঁর মানবিক আচরণের বিশেষ প্রশংসা করেছে কর্তৃপক্ষ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরাও তাঁর ভূয়সী প্রশংসা করেন।
এই ঘটনাটি কাবা শরিফে প্রতিদিন নীরবে দায়িত্ব পালন করে যাওয়া অসংখ্য কর্মীর মানবিকতা, নিষ্ঠা ও সেবার প্রতীক হয়ে উঠেছে।










