জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন ভেঙেছে পুলিশ, যান চলাচল স্বাভাবিক

ছবিঃ প্রেসক্লাবের সামনে শিক্ষক-পুলিশ মুখোমুখি।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া বেসরকারি শিক্ষকদের ওপর রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ চালিয়ে তাদের সরিয়ে দিয়েছে। এর ফলে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত রাস্তা খুলে যায় এবং প্রেসক্লাব এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ জানায়, শিক্ষকদের একটি অংশ এখনও খণ্ডবিখণ্ডভাবে অবস্থান করছে, তবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
আজকের কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম শিক্ষকদের পাঁচ মিনিট সময় দিয়ে প্রেসক্লাব এলাকা ছাড়ার নির্দেশ দেন। কিছু শিক্ষার্থী এই নির্দেশ অমান্য করায় উত্তেজনা দেখা দেয় এবং পুলিশকে ব্যবস্থা নিতে হয়।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং উৎসবভাতা ৭৫ শতাংশে উন্নীত করার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে বাস্তবায়ন না হওয়ায় এবং ৫ অক্টোবর মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনের ফলে শিক্ষকদের ক্ষোভ আরও বেড়েছে।
দৈনিক কিশোরগঞ্জ/ইসা