ভৈরবে ৮ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ আপন দুই বোন গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ৮ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ আপন দুই বোনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ভৈরব কার্যালয়ের সদস্যরা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা–সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।
গ্রেপ্তার হওয়া দুই বোন হলেন—মাদারীপুর জেলার শিবচর থানার চরবহেরাতলা গ্রামের মৃত মজিবুর ফরাজির মেয়ে ফয়জুরি আক্তার পলি (২৯) ও শিউলি বেগম (৩৮)। শিউলি বেগম নুরুজ্জামানের স্ত্রী এবং ফয়জুরি আক্তার পলি মনুজ মিয়ার স্ত্রী।
এ বিষয়ে পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক কারবারি দুই বোন বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে লেগুনাযোগে ভৈরবে আসছে। তথ্য অনুযায়ী আমাদের একটি দল নির্দিষ্ট স্থানে অবস্থান নেয়। সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী লেগুনাটি সৈয়দ নজরুল ইসলাম সেতু (নাটাল মোড়) এলাকায় পৌঁছালে তাতে থাকা দুই নারীকে আটক করা হয়। পরে নারী কনস্টেবলের মাধ্যমে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
তিনি আরও বলেন,
“আটককৃতদের দেওয়া তথ্যে নাটাল মোড় এলাকায় আরও একটি অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। পরে রাতে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।”
পরিদর্শক জানান, আটককৃত দুই নারী সম্পর্কে আপন বোন। বর্তমানে তারা ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন বন্ধমান্দাইল আমির হাজির বস্তি এলাকায় বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন কৌশলে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হয়েছে।







