কটিয়াদীতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরে অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ঘাগৈর সূর্য তরুণ যুব সংঘ।
রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় কটিয়াদী পৌর সদরের ঘাগৈর এলাকায় সংগঠনটির কার্যালয় সংলগ্ন মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিয়াদ হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও কটিয়াদী পৌর বিএনপির সহ-সভাপতি আলী হোসেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঘাগৈর সূর্য তরুণ যুব সংঘ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোফাসসেল সরকার।
এ সময় সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম (রতন মিলিটারি), উসমান গণী, মাওলানা নাসিরুল ইসলাম, মো. আসাব উদ্দিন, আতিকুল ইসলাম মিলন, মো. গোলাপ মিয়া ও রাজু রায়হান পাশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঘাগৈর গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের পুনর্বাসনের লক্ষ্যে ২০১৭ সালে সাংবাদিক মোফাসসেল সরকারের উদ্যোগে ঘাগৈর সূর্য তরুণ যুব সংঘ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা, অসুস্থ দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান এবং সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।







