কুলিয়ারচরে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে এক ব্যক্তি গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে জিয়াউর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার ডা. এ. এম. ফরহাদ হোসেনের নির্দেশনায় ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নূরুন্নবীর নেতৃত্বে একটি দল বুধবার গভীর রাতে অভিযান পরিচালনা করে। রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নূরুন্নবী এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, থানার এফআইআর নম্বর–৬, তারিখ ১১ ডিসেম্বর ২০২৫। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(অ)/৬(২)(আ)/৬(২)(উ)/১০/১১/১২/১৩ ধারা এবং দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(চ) ধারায় দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।







