ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কিশোরগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি ২০২৬ খ্রি.) জেলা প্রশাসন, কিশোরগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শমসের উদ্দিন BSP, afwc, psc, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম। এছাড়াও জেলা পুলিশ, আনসার-ভিডিপি, র্যাব, সেনাবাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত কার্যক্রম জোরদার এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বাহিনী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।










