কিশোরগঞ্জ প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রেসক্লাবে রবিবার(১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৪ ডিসেম্বর) বাদ মাগরিব কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জাতির ইতিহাসে তাঁদের অবদান তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিম খান, সহ-সভাপতি মাসুদ ইকবাল,সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী,ট্রেজারার মতি ফকির সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক,গণমাধ্যমকর্মী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।










