বিজয় দিবসে শহীদদের স্মরণে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), কিশোরগঞ্জ জেলা শাখা।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণের স্মৃতিস্তম্ভে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সকল সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় তাঁরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা ধারণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমানচিত্রে আত্মপ্রকাশ করে। ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালির চূড়ান্ত বিজয় এবং প্রতিষ্ঠিত হয় লাল-সবুজের পতাকা।
বক্তারা আরও বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য যেমন আনন্দ ও গৌরবের দিন, তেমনি এটি ত্যাগ, বেদনা ও আত্মত্যাগের ইতিহাস বহন করে। বিজয় দিবস নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
শেষে বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।













